/** * Note: This file may contain artifacts of previous malicious infection. * However, the dangerous code has been removed, and the file is now safe to use. */
তবে কিছু জায়গা আছে সময় লাগবে।’ গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহব্যবস্থা, বাজার পরিস্থিতিসহ সার্বিক মূল্য পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, ‘স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে এসেছি। আমাদের কোনো এজেন্ডা নেই।
রাজনৈতিক না, প্রশাসনিকও না। কারো প্রতি আমাদের কোনো বিরাগ নেই। অনুরাগও নেই। যে কারণে সিন্ডিকেটের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে পিছ পা হব না।’
ব্যবসায়ীদের এলসি খোলার সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যাংকের কিছু তো সমস্যা রয়েছে।